কারাগারে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক
একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। ছবি: সংগৃহীত

দেশে নতুন কারাগার নির্মাণ কিংবা পুরোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। 

সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ভার্চুয়াল কোর্ট বিষয়ক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, 'দেশের ভেতরে প্রত্যেক নতুন কারাগারে অথবা পুরোনো কারাগার সংস্কার করলে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না। পাশাপাশি খরচও কমবে।'

এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, 'আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে। আমি খুবই একমত প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago