নিউ সুপার মার্কেটে আগুন

ফায়ার সার্ভিসকে সহায়তায় র‌্যাবের ১৭ টহল দল ও ১৪ প্লাটুন বিজিবি

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাবের ১৭ টহল দল ও ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

পরে র‌্যাব ও বিজিবি সদস্যরা তাদের সঙ্গে যোগ দেয়। 

র‌্যাব জানিয়েছে, রাজধানীর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল ও সাদা পোষাকে ৫টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

Comments