মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ ১৪৩০ বরণ

সংক্রান্তির হালখাতায় পুরোনো সব দেনা চুকিয়ে বাঙালির জীবনে নতুন প্রাণ সঞ্চারের প্রত্যাশায় বঙ্গাব্দ ১৪৩০ এর প্রথম সূর্যের মুখোমুখি হলো বাংলাদেশ। সূচনা হলো আরও একটি নতুন বছরের।

বাংলা ১৪৩০ সালের সূচনায় আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বরাবরের মতো আয়োজন করে মঙ্গল শোভাযাত্রার। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য 'বরিষ ধরা মাঝে শান্তির বারি'। 

আনন্দ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ ছাড়া নতুন বছরের ঊষালগ্নে আলোর সন্ধান পেতে হাল না ছাড়ার আহ্বান জানিয়ে রমনার বটমূলে বর্ষবরণ উদযাপন করেছে ছায়ানট। 

ঢাকা ছাড়াও বরিশাল, খুলনা, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন বছরকে বরণ করে নিতে ছিল নানা আয়োজন।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

5h ago