আমিরাতে বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাবেন জুলাই থেকে

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি বছরের জুলাই মাস থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।

গতকাল মঙ্গলবার আমিরাতের আজমানে প্রবাসী বাংলাদেশিদের ইফতার সমাবেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ কথা জানিয়েছেন। 

প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার বহুদিনের দাবি ছিল প্রবাসীদের।

রাষ্ট্রদূত বলেন, 'চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের শুরুতে দেশ থেকে একটি কারিগরি টিম আমিরাতে আসবে। আমরা বলতে পারি প্রবাসীরা আগামী জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাবেন।'

বাংলাদেশি মালিকানাধীন বিশ্বখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমসের আয়োজনে ইফতার মাহফিলে ৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির সমাগম হয়। 

সংযুক্ত আরব আমিরাতের ৭ রাজ্যে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দেশে রেমিট্যান্স আগমনের শীর্ষ ৩ দেশের মধ্যে আছে আমিরাত।

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

16m ago