বিয়েতে গুলি ছুড়ে কনের উদযাপন, খুঁজছে পুলিশ

বিয়ের আসরে বসে গুলি ছুঁড়ে উদযাপন করছেন কনে। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিণশট
বিয়ের আসরে বসে গুলি ছুঁড়ে উদযাপন করছেন কনে। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিণশট

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ ১ নারীকে খুঁজছে, যিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করেছেন। 

আজ সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিয়ের কনে তার স্বামীর পাশে বসে আকাশের দিকে ৪ রাউন্ড গুলি ছোড়েন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এই নারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তবে ঘটনার পর থেকেই নারীটি পলাতক রয়েছেন।

ভারতের উত্তরাঞ্চলের কিছু রাজ্যে বিয়ের অনুষ্ঠানে গুলি ছুড়ে উদযাপন করার রেওয়াজ রয়েছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের আইন অনুযায়ী, কেউ যদি 'বেপরোয়া হয়ে বা অসতর্কতার সঙ্গে গুলিবর্ষণের মাধ্যমে উদযাপন করে অন্যদের বিপদে ফেলেন', তাহলে তার বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানা, উভয় শাস্তিই প্রযোজ্য হবে।

২০১৬ সালে উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের ১ আদালত আদেশ দেন, উদযাপনমূলক গুলিবর্ষণের প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে। পুলিশের কাছে কেউ অভিযোগ না করলেও তদন্ত পরিচালিত হবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কনের ভিডিওটি তারই এক আত্মীয় ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

পত্রিকাটি পুলিশের বরাত দিয়ে জানায়, উল্লেখিত নারী গ্রেপ্তার হওয়ার ভয়ে 'পলাতক' আছেন।

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago