রোয়াংছড়ি-রুমায় নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ

বান্দরবানের রোয়াংছড়ির ও রুমা দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার খামতাং পাড়ায় গত ৬ এপ্রিল দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হয়। এ ঘটনার পর উপজেলার সদর ইউনিয়ন থেকে অন্তত ৭৩টি বম পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago