নিজের খেলা খেলেই রাহানের অমন ঝড়ো ব্যাটিং
মূলত টেস্ট ঘরানার ব্যাটার হিসেবেই আজিঙ্কা রাহানের পরিচিতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কটা ম্যাচ খেলেছেন তাতে স্ট্রাইকরেট বেশ কম, স্বীকৃত টি-টোয়েন্টিতেও তা ছিল সাদামাটা। সেই রাহানেকে চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএলে পাওয়া গেল ভিন্ন মেজাজে। বিস্ফোরক ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর অন্যতম নায়ক তিনি। জানালেন, নিজের খেলার ধরণে থেকেই নাকি অমন শটের বাহার দেখিয়েছেন।
শনিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইর ১৫৭ রান টপকাতে গিয়ে রাহানের ঝড়েই কাজটা সহজ করে ফেলে চেন্নাই। মাত্র ২৭ বলে ৭ চার, ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন রাহানে। তার স্ট্রাইকরেট ২২৫! অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ ম্যাচ খেলে তার স্ট্রাইকরেট ১১৩.২৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা ১২০.১২।
এদিন চেন্নাইর হয়ে অভিষেক হয় তার। টসের আগেও জানতেন না আছেন একাদশে। আচমকা ঠাঁই পেয়ে দেখান ঝলক। ম্যাচ শেষে জানালেন, শুরুতেই মেরে খেলার অভিপ্রায় দেখাতে চেয়েছিলেন তিনি, 'আপনি যখন ১৫০-১৬০ রান তাড়া করবেন, প্রথম ৬ ওভারে ইন্টেন্ট নিয়ে ব্যাট করা জরুরী। যদি ভালো শুরু করা যায় কাজটা সহজ হয়ে যায়। যখন আমি ক্রিজে গেলাম তখন সহজাত খেলাই খেলতে চেয়েছ, নিজের শক্তির উপর ভরসা করেছি।'
রাহানে যখন ঝড় তুলেন তখন প্রশ্ন জাগে নিজের খেলার ধরন নিশ্চয় বদলেছেন এই তারকা। তবে তিনি নিজে মনে করছেন, তিনি আগের সেই রাহানেই আছেন, 'প্রতিটা খেলোয়াড়ই আলাদা। আমি অন্য কেউ হতে চাইনি, আমি কেবল আজিঙ্কা রাহানেই থাকতে চেয়েছি। আমি যে পথটা জানি সেটা হচ্ছে আমার শক্তি ব্যবহার করা, টাইমিংয়ের উপর ভর করা। আমি আজিঙ্কা রাহানের মতই খেলতে চেয়েছি।'
রাহানের এমন ফুরফুরে ব্যাটিংয়ের পেছনে আছে মহেন্দ্র সিং ধোনীর প্রেরণাও। আইপিএলের শুরুতে রাহানেকে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছিলেন চেন্নাই অধিনায়ক, 'আইপিএলের আগে চেন্নাইতে আসি ২ মার্চ। মাহি ভাই (ধোনী) নির্দেশনা দিয়েছিলেন খুব সহজ, "নিজের খেলাটা খেল, শক্তিতে থাক।" নিজের খেলাটা বুঝতে পারলে সুযোগ তৈরি হয়।'
'মাহি ভাইয়ের নির্দেশনা খুব পরিষ্কার ছিল। আমি অভিপ্রায় নিয়ে খেলেছি। খুব বেশি কিছু বদল না করে নিজের খেলায় থেকেছি। আমার হাতে শট আছে যেকোনো মাঠে মারার জন্য। কাজেই চিন্তাটা সরল রাখা দরকার ছিল। আমি যেকোনো পজিশনে ব্যাট করতে পারলেই খুশি। সব কিছুই আসলে মানসিকতার ব্যাপার।'
Comments