৭ বারের মতো পেছাল এসকে সিনহার বিরুদ্ধে অর্থ পাচার মামলার প্রতিবেদন জমার তারিখ

sk sinha
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে ৩ তলা বাড়ি কেনার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৮ জুনের মধ্যে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত।

অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।

আজ পর্যন্ত মামলার তদন্ত শেষ করতে ৭ বার সময় নিলো দুদক।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এসকে সিনহা ও তার ভাইয়ের ৩টি ব্যাংক হিসাব এবং অনন্তের নামে যুক্তরাষ্ট্রে একটি ৩ তলা বাড়ি জব্দের উদ্যোগ নিতে দুদককে নির্দেশ দেন আদালত।

গত ২০ ফেব্রুয়ারি আইওর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

গত বছরের ৩১ মার্চ মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

দুদকের মামলায় বলা হয়, ২০১৮ সালের ১২ জুন সিনহা তার ভাইয়ের নামে ২ লাখ ৮০ হাজার ডলারে বাড়িটি কিনেন।

২০২১ সালের ৯ নভেম্বর ৪ কোটি টাকা পাচারের মামলায় এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

Comments

The Daily Star  | English

No scope for police to verify authenticity of cases when they are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

15m ago