মিশরে বাংলাদেশ দূতাবাসে অটিজম সচেতনতা দিবস পালিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবস, মিশর, বাংলাদেশ দূতাবাস, সায়মা ওয়াজেদ পুতুল,
মিশরে বাংলাদেশ দূতাবাসে অটিজম সচেতনতা দিবস পালন। ছবি: সংগৃহীত

'রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন' প্রতিপাদ্য নিয়ে মিশরে‌ বাংলাদেশ দূতাবাসে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

দিবসটির কর্মসূচির মধ্যে ছিল নীল বাতি প্রজ্বলন ও আলোচনা সভা।‌

রোববার সন্ধ্যায় দেশটির রাজধানী কায়রোয় দূতাবাস ভবনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নীল বাতি জ্বালিয়ে ১৬তম বিশ্ব অটিজম দিবস উদ্বোধন করেন রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম।

প্রবাসী বাংলাদেশি সংগঠকরা অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধির এ প্রয়াস ও উদ্যোগকে স্বাগত জানান। তারা অটিস্টিক শিশু-কিশোরদের প্রতি সহমর্মিতা ভাগ করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজমের তাৎপর্যপূর্ণ সচেতনতার বিবরণ তুলে ধরেন।

তিনি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোকে সঠিক ও সচেতন হওয়র আহ্বান জানান। যেন প্রতিটি অটিস্টিক শিশুকিশোর সুস্থ ও স্বাভাবিক জীবনে বিকাশ লাভ করতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

লেখক: মিশরপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

58m ago