বঙ্গবাজারের আগুন পার্শ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে

ছবি: আনিসুর রহমান/স্টার

বঙ্গবাজারের ভয়াবহ আগুন পাশ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মার্কেট ছাড়াও আশপাশের দুটি মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে।

বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট ছাড়াও পাশ্ববর্তী অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে।

বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান-মালিক সমিতির দপ্তর সম্পাদক বিএম হাবিব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমরা সন্দেহ করছি এটি কোনো দুর্ঘটনা নয়। স্বার্থনেষী মহল দীর্ঘদিন ধরে এটি দখলের চেষ্টা করছে। আমরা সন্দেহ করছি যে তারা ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য আগুন লাগিয়েছে।'

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একের পর এক দোকানে আগুন লেগেছে, আশেপাশের বাজারেও আগুন ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, 'অধিকাংশ দোকানপাট পুড়ে গেছে। এছাড়া আগুন পাশের অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটেও ছড়িয়ে পড়েছে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago