নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর পলাশে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সোমবার তালতলি চরসিন্দুর আঞ্চলিক সড়কের দক্ষিণ দেওড়া গ্রামে সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুর রহমান (১৬) পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই রাকিবুল ইসলাম (১৮) আহত হয়েছেন। আহত রাকিবকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরতেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

স্থানীয় ইউপি সদস্য আকরাম শেখ বলেন, 'সাকিব পড়াশোনার পাশাপাশি বিদেশে ভালো চাকরি পেতে স্থানীয় একটি ট্রেনিং সেন্টারে কাজ শিখছিল। ওই সেন্টারে যাওয়ার পথে তার মোটরসাইকেলে ট্রলির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়।'

Comments