কী আছে ভালুকার পরিবেশবান্ধব পোশাক কারখানায়

বাংলাদেশের গ্রিন টেক্সটাইল লিমিটেডের একটি ইউনিট এ বছরের ফেব্রুয়ারি মাসে পরিবেশবান্ধব কারখানার তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে।

আজকের স্টার স্পেশালে থাকছে গ্রিন টেক্সটাইল লিমিটেডের গল্প।

Comments