চট্টগ্রামে নিখোঁজ চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৮ মার্চ তিনি নিখোঁজ হন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর হালিশহরের আনন্দবাজার খাল থেকে চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) মরদেহ উদ্ধার করে।'

গত ২৮ মার্চ জাহাজটির ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির স্থানীয় এজেন্ট ও কর্মকর্তাদের বরাত দিয়ে চবক কর্মকর্তা ক্যাপ্টেন মো. ফরিদুল আলম বলেন, 'গত মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে বহির্নোঙরের আলফা এলাকায় ড্রিল করার সময় দড়ি ছিঁড়ে লাইফবোটটি ১৬ ক্রু নিয়ে পানিতে ডুবে যায়।'

এ ঘটনায় সেদিনেই কোস্টগার্ড, বন্দর উদ্ধারকারী দল চবক ও স্থানীয় মাঝিদের সহায়তায় ১৫ নাবিককে জীবিত উদ্ধার করে।

ক্যাপ্টেন মো. ফরিদুল আলম আরও বলেন, 'ময়নাতদন্তের রিপোর্টের জন্য নিহতের মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। পরে তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাংলাদেশে চীনা দূতাবাসের মাধ্যমে জাহাজের প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি (পিঅ্যান্ডআই) ক্লাবের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

16m ago