পাকিস্তান মডেল থেকে ভিন্ন কোনো রাষ্ট্র কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি?
পাকিস্তান মডেলের যে সব বৈশিষ্ট্যকে প্রত্যাখ্যান করে ১৯৭১ সালে মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা কি আদৌ স্বাধীন বাংলাদেশে হয়েছে?
গত ৫০ বছরে একদিকে যেমন একটা ক্ষুদ্র গোষ্ঠীর সম্পদ বেড়েছে, সমাজে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, অন্যদিকে তেমনি সর্বজনের জন্য একমুখী শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সামাজিক নিরাপত্তা গড়ে ওঠেনি।
যে সব শক্তিগুলো নিয়ন্ত্রণ করেছিল পাকিস্তান রাষ্ট্রকে, সেই শক্তিগুলোই যেন এখন বাংলাদেশে আরও শক্তিধর হয়ে আবির্ভূত হয়েছে।
এই অবস্থার পরিবর্তনের বিষয়ে দ্য ডেইলি স্টার অপিনিয়নের সঙ্গে কথা বলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
Comments