সন্তান জন্মের ১০ দিন পর চলে গেলেন দগ্ধ কুলসুম

ফ্ল্যাটে বিস্ফোরণ, নারায়ণগঞ্জ, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, উম্মে কুলসুম,
নানী জাহানারা বেগমের কোলে নবজাতক শিশুটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ উম্মে কুলসুম (২৫) মারা গেছেন। দগ্ধ কুলসুম গত ১৩ মার্চ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ছেলে সন্তানের জন্ম দেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান কুলসুম।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কুলসুমের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১৩ মার্চ সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সিজারের মাধ্যমে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।'

এর আগে, গত ১২ মার্চ সন্ধ্যার দিকে ফতুল্লা মাজদাইল এলাকায় ১০ ভবনের ৬ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছিলেন, তিনি ফতুল্লায় ব্যবসা করেন। বিস্ফোরণের সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। পরে বাসায় আগুনের সংবাদ পেয়ে যান। ততক্ষণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু, ঘরের ভেতরে মা ও ৩ বছরের ছেলে দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীর তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানিয়েছিলেন, তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সূত্র জানিয়েছে, কুলসুমের সন্তান বর্তমানে ঢামেকের এনআইসিইউতে আছে।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago