ফতুল্লায় ১০ তলা ভবনের ফ্ল্যাটে আগুন, মা-ছেলে দগ্ধ
নারায়ণগঞ্জে একটি ১০ তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুনে মা ও শিশু সন্তান দগ্ধ হয়েছে।
রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকার খন্দকার ম্যানশনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন-কুলসুম বেগম (২৫) ও তার ৩ বছর বয়সী ছেলে খালিদ। কুলসুম বেগমের স্বামী ব্যবসায়ী মো. মাসুদ ঘটনার সময় বাসার বাইরে ছিলেন।
স্থানীয়রা দগ্ধ মা ও সন্তানকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছে।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে তারা বিস্ফোরণের শব্দ শুনে ব্যবসায়ী মাসুদের ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলতে দেখেন। পরে তারা মাসুদের স্ত্রী ও সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।
বিস্ফোরণে ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের অন্যান্য বাসিন্দারা বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।'
'প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস লিকেজ থেকে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত করে তদন্তের পর বলা যাবে,' যোগ করেন তিনি।
Comments