শিবচর

১৭ জনের পরিচয় শনাক্ত, মরদেহ হস্তান্তর

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় গতকাল রোববার ঢাকাগামী ইমাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে ১৭ জনের মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল এবং বাকি ২ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ রয়েছে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. ইসমাইল (৩৮), গোপালগঞ্জের সদরের মো. হেদায়েত বাহার, মোস্তাক আহম্মেদ, মো. সজিব, সুইটি, আফসানা মিমি, টুঙ্গিপাড়ার মো. কবির শেখ, মকসুদপুরের মাসুদ, নড়াইলের কালনার মো. ফরহাদ সিকদার, বাগেরহাটের মোল্লারহাটের অনাদি রঞ্জন মজুমদার, খুলনা সদরের শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, চিন্ময় ঘোষ, মো. আশফাকুজ্জামান লিংকন, ডুমুরিয়ার মহাদেব কুমার, সাতক্ষীরার দেবহাটার রাশেদ সরদার, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মো. জাহিদ এবং পাবনার সুজানগরের ইউসুফ।

এর আগে ওই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ডেইলি স্টারকে জানান, প্রত্যেক নিহতের পরিবারকে মরদেহ দাফনের কাজে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

45m ago