কুয়েতে প্রবাসী শিশু-কিশোরদের ক্যানভাসে বঙ্গবন্ধু-বাংলাদেশ

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোর ও দূতাবাস কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

কুয়েতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু- কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার রাজধানীর মিসিলায় দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে আয়োজিত এ প্রতিযোগিতায় ছবিতে ছবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রাণ-প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা।

প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিভিন্ন বয়সের ৫০ শিশু-কিশোর অংশ নেয় ।

চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় দূতাবাস পরিবারের সদস্য, বিমানের কান্ট্রি ম্যানেজারসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় দূতাবাস পরিবার ও বাংলাদেশ কমিউনিটি।

দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনায় কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ কমিউনিটির পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদান এবং তার সংগ্রামমুখর জীবনের নানা দিক তুলে ধরেন। ।

আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোননো হয় এবং বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র দেখানো হয়।

লেখক: কুয়েতপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Seeking police services: 38% faced harassment, 31% paid bribes

Forty percent of 2,040 university-level students who participated in a recent survey reported paying bribes or facing harassment while seeking police services, while only 10.5 percent experienced smooth service.

1h ago