‘আইসিসির সিদ্ধান্ত রাশিয়ার জন্য কোনো অর্থ বহন করে না’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: রয়টার্স ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্ত রাশিয়ার জন্য কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

আজ শুক্রবার রয়টার্স জানায়, ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী করে পুতিনের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের নাগরিকদের তাদের ভূখণ্ড থেকে রাশিয়ান ফেডারেশনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলো আমাদের দেশের জন্য কোনো অর্থ রাখে না।"

'রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইনের পক্ষে নয় এবং এর অধীনে কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।'

একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Comments