পিরোজপুর

বাসচাপায় ক্যাটারিং সার্ভিসের ৩ কর্মী নিহত

বিকেলে পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ছবি: সংগৃহীত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্যাট্যারিং সার্ভিসের ৩ কর্মী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্স সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। অন্যদিকে বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্সের ২১ কর্মী নিয়ে একটি টমটম পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল।

শংকরপাশা এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসের চাপা‌‌য় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে ওসি জানান। দুর্ঘটনায় আহত ৪-৫ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago