ঝালকাঠিতে বাসচাপায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরিশাল-পটুয়াখালী সড়কের শিমুলতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তূর্য ভট্টাচার্য (১৭) উপজেলার জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার মিলন ভট্টাচার্য্যের ছেলে। নিহত অন্যজন আকাশ (১৯) পেশায় ভ্যানচালক। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল তূর্য। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী আল আমিন পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

ওই ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখে।

ঘটনার সত্যতা স্বীকার করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
ICT extends probe deadline for Hasina

ACC confirms evidence of graft, power abuse against Hasina

We hope to share good news with you soon, ACC director general told reporters

22m ago