ইসরায়েলে স্মরণকালের ‘সবচেয়ে বড়’ বিক্ষোভ

বিরোধীদের ভাষ্য, এই সংস্কার কার্যক্রম গণতন্ত্রের জন্য হুমকি। ছবি: রয়টার্স

ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

আজ রোববার আয়োজকদের বরাত দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিক্ষোভ।

প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্ধৃত করা হয়। তিনি সেখানে বলেন, 'পরিকল্পনা অনুসারে এই পরিবর্তনগুলো আদালতের ক্ষমতা খর্ব করবে এবং সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনবে।'

আর বিরোধীদের ভাষ্য, এটি গণতন্ত্রের জন্য হুমকি।

গতকাল শনিবারের এক সমাবেশে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেন, 'এটি (বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা) ইসরায়েলের সবচেয়ে বড় সংকট।'

বিক্ষোভের আয়োজকরা জানান, সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে সারা দেশে টানা ১০ সপ্তাহ ধরে এ ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে। এ সময়ের মধ্যে ইসরায়েলজুড়ে প্রায় ৫ লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎস এই প্রতিবাদ সমাবেশকে 'দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ' বলে উল্লেখ করেছে।

গতকালও তেল আবিবে প্রায় ২ লাখ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা।

তামির গাইটসাবরি নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'এটা বিচার ব্যবস্থার সংস্কার নয়। এটা হবে এক ধরনের বিপ্লব যার ফলে ইসরায়েলে সম্পূর্ণ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি চাই আমার সন্তানদের জন্য ইসরায়েলে গণতন্ত্র অব্যাহত থাকুক।'

দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফায় এই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন ৫০ হাজারের মতো মানুষ।

বিরোধীদের ভাষ্য, প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে নির্বাচিত সরকার বিচারক নিয়োগে প্রভাব বিস্তার করতে পারবে এবং নির্বাহী বিভাগের ওপর সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

58m ago