গণতন্ত্র কেড়ে নেবেন আর মানুষ ঘরে থাকবে, তা ভাববেন না: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু, বিএনপি, আওয়ামী লীগ, গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার,
ঝিনাইদহে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শনিবার নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'অতীতে আমরা দেখেছি নানান ষড়যন্ত্রের মাধ্যমে যেকোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে শুরু করে, তারা আবার এই খেলা করছে।'

দুদু বলেন, 'সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না। এই সমাবেশ গণ আন্দোলনের রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মীমাংসা হবে।'

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন 'আপনারা ১৪ লাখ হাজার কোটি টাকা মেরে দিবেন। টাকা মেরে বিদেশ পাঠাবেন আমরা আমরা তা মেনে নেব? তা হবে না। গণতন্ত্র কেড়ে নেবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে, তা আপনারা ভাববেন না।'

শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যরা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

33m ago