বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার 'ম্যাগনা কার্টা'

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: একটি ইউনেস্কো ডকুমেন্টারি হেরিটেজ' শীর্ষক আলোচনাটি মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: একটি ইউনেস্কো ডকুমেন্টারি হেরিটেজ' শীর্ষক আলোচনাটি মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার 'ম্যাগনা কার্টা' হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, 'বঙ্গবন্ধুর ১৮ মিনিটের অলিখিত ৭ মার্চের ভাষণটি বাংলাদেশের স্বাধীনতার ম্যাগনা কার্টা।' 

বাংলাদেশ হাইকমিশন লন্ডন 'রাজনীতির কবি শেখ মুজিবুর রহমান'-এর ভাষণটি স্কটিশ, আইরিশ  এবং ওয়েলশ ভাষায় অনুবাদ করেছে উল্লেখ করে তিনি ব্রিটিশ একাডেমিয়া ও গণমাধ্যমকে ইউনেস্কোর এই বিশ্ব ডকুমেন্টারি হেরিটেজের রাজনৈতিক তাৎপর্য নিয়ে আরও গবেষণা করার আহ্বান জানান। .

এ উপলক্ষে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা। তিনি জানান, ঐতিহাসিক ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করতে পেরে তিনি গর্বিত। 

এছাড়া বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইউএস কর্নেল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক কৌশিক বসু, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের দক্ষিণ এশিয়া কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলনূর ভিমানি, বিবিসির সাবেক সাংবাদিক ও লন্ডন ভিত্তিক এশিয়ান অ্যাফেয়ার্সের সম্পাদক ডানকান বার্টলেট এতে বক্তব্য রাখেন। 

সভায় আরও বক্তব্য রাখেন ইউকে ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো জেমস ব্রিজের মহাসচিব ও প্রধান নির্বাহী, মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান  এবং এসওএএসের মিডিয়া ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নালিজমের প্রভাষক ড. সোমনাথ বাতাবিয়াল। এতে ৭ মার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মারক অনুষ্ঠানের সহ অংশীদার নূরউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন।
 

Comments

The Daily Star  | English

Chhatra League banned

The interim government last night banned Bangladesh Chhatra League amid demands from the student movement against discrimination.

5h ago