'বাংলাদেশের কালচার' বুক রিভিউ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

'বাংলাদেশের কালচার' বইয়ের বুক রিভিউ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

আগামী ১৮ মার্চ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রচিত 'বাংলাদেশের কালচার' বই নিয়ে উপস্থিত বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতার নিবন্ধন আজ বুধবার ৮ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

রিভিউ প্রতিযোগিতায় আগ্রহীকে 'বাংলাদেশের কালচার' বইটি নিয়ে ৩০০-৫০০ শব্দের সংক্ষিপ্ত লেখা যুক্ত করে নাম ঠিকানা একটি ছবিসহ নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে আয়োজকের পক্ষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচিতদের জানিয়ে দেওয়া হবে উপস্থিত বুক রিভিউ প্রতিযোগিতার স্থান ও সময়। দিনব্যাপী আয়োজনে বিচারকদের উপস্থিতিতে সশরীরে (বইটি নিয়ে পর্যালোচনা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৩ জনকে নির্বাচন করা হবে। 

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা সমমূল্যের বই ও সনদপত্র প্রদান করা হবে। 

প্রতিযোগীকে অবশ্যই ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। পূর্বের প্রতিযোগিতার কোনো বিজয়ী এতে অংশ নিতে পারবেন না। 

এ ছাড়া, লেখা সুতন্নিএমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ই-মেইলে (amatrust2015@gmail.com) বা ইমরান মাহফুজ, সমন্বয়ক, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫—এই ঠিকানায় পাঠাতে পারবেন।

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at tissue warehouse in Narayanganj

Upon receiving the information, 19 firefighting units from various stations rushed to the scene and are currently working to bring the blaze under control

22m ago