চিত্রনায়িকা ববি লন্ডনে কী করছেন
চিত্রনায়িকা ববি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি ২টি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
এর মধ্যে একটি সিনেমা 'বেঈমান' এবং অপরটি 'নাইট ইন লন্ডন'। সিনেমা ২টি পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া।
ববি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে ২টি সিনেমার শুটিং করছি। এর মধ্যে "বেঈমান" সিনেমার গল্প বাংলাদেশ ও লন্ডনের। সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছি আমি।'
তিনি বলেন, 'আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমা ২টি দর্শক পছন্দ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ দেশে ফিরে নতুন ছবির শুটিং শুরু করবো।'
মুক্তির অপেক্ষায় রয়েছে ববি অভিনীত সৈকত নাসির পরিচালিত সিনেমা 'পাপ' ও রাশিদ পলাশ পরিচালিত 'ময়ূরাক্ষী'।
Comments