ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২ জন ঢাকার এবং ২ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এনিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে। এসময় মারা গেছেন ৯ জন।
সারাদেশে ২৬ জন ডেঙ্গু রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন যার মধ্যে ১৫ জন ঢাকার বাইরের।
মোট ৭২৩ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যার মধ্যে ঢাকার বাইরের ৩৭৯ জন।
গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২। কাদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা এডিস মশার ক্লাস্টার শনাক্তে মৌসুমের শুরু থেকেই অভিযান চালানোর অনুরোধ করেছেন।
Comments