যুবদল নেতা সাইফুল আলম নিরব ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রেসিডেন্ট সাইফুল আলম নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গতকাল বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে সাইফুল আলম ও তার সমর্থকরা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে পুলিশের ওপর ইটপাটকেল দিয়ে হামলা চালায় এবং দেশীয় বোমা নিক্ষেপ করে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল এবং জামিন আবেদন করেন। আবেদনে আরও বলা হয়, ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বিকেলে পদযাত্রা কর্মসূচির আগে এফডিসির সামনে থেকে নিরবকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইফুল আলম নিরবসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago