পূর্ণিমা অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়ে লাইভে এসে যে চমক দিলেন

অস্ট্রেলিয়ায় একসঙ্গে পূর্ণিমা ও শাবনূর। ছবি: পূর্ণিমার ফেসবুক লাইভ থেকে নেওয়া

চিত্রনায়িকা পূর্ণিমা কয়েকদিন আগে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন। সেখানে শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে এসে চমকে দিয়েছেন তার ভক্তদের।  দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করা অভিনেত্রী শাবনূরের সঙ্গে দেখা হওয়ার পর দুজনার মনে জমে থাকা অনেক বিষয় নিয়ে লাইভে মুখ খুললেন।  

পূর্ণিমার বিষয়ে শাবনূর বলেন, 'আমাদের নিয়ে অনেকের মধ্যে বাজে ধারণা দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।'

তারপর পূর্ণিমা লাইভে বললেন, 'আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা শাবনূরকে দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনো অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারে কাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে, তার পায়ের যোগ্যতাও নেই। এসব শুনে আমি কোণায় গিয়ে কাঁদতাম।'

শাবনূর লাইভে বলেন, 'পূর্ণিমার এত গুণ! আমার মনে হয়, আমি ওর মতো পারব না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরমেন্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago