লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ট্রাকচাপায় দুমড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশাটি। ছবি: এস দিলীপ রায়

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কের বড়বাড়ীহাট এলাকায় এই দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম অটোরিকশাটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়না তদন্তের জন্য তাদের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অটোরিকশাটি বড়বাড়ী হাটে যাচ্ছিল। কুড়িগ্রাম থেকে আসা ট্রাকের মুখোমুখি ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে যায়।

ওসি এরশাদুল আলম বলেন, নিহত যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। জব্দ ট্রাকটির কাগজপত্র যাচাই করা হচ্ছে। চালক নাকি তার সহযোগী ট্রাকটি চালাচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

51m ago