বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নিহত হয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আজ রোববার দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন।
রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী। তিনি মাদারেরচর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে খাওয়ানোর জন্য দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এসে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অপর একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি।
Comments