ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখানো এমিলিয়ানো মার্তিনেজের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দ্য বেস্ট ফিফা মেন'স গোলকিপার নির্বাচিত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই তারকা।

সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই ফুটবলার পরাস্ত করেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও সেভিয়ার মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনুকে। বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের ম্যারি ইয়ারপস।

কাতারের মাটিতে সবশেষ বিশ্বকাপে অনবদ্য নৈপুণ্য উপহার দেন ৩০ বছর বয়সী এমিলিয়ানো। দীর্ঘ তিন যুগের অপেক্ষার ইতি টেনে ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জেতা আর্জেন্টিনার জয়যাত্রায় তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেটার স্বীকৃতি হিসেবে তার হাতেই ওঠে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভ।

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে এমিলিয়ানো তাক লাগিয়ে দেন। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ সমতায় শেষ হওয়ার পর তার বীরত্বে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটের সময় কিংসলে কোমানের শট রুখে দেন তিনি। এর আগে অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে রন্দাল কোলো মুয়ানির শট অবিশ্বাস্য দক্ষতায় আটকান এমিলিয়ানো।

বর্ষসেরা গোলরক্ষক বেছে নিতে ২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। ভোট দেওয়ার সুযোগ পান ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফুটবলপ্রেমীরা।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

52m ago