‘হাথুরুসিংহে এবার আরও ভালো করবেন’, অনেকটাই নিশ্চিত তামিম
২০১৪ সালে দায়িত্ব নিয়ে দলের শরীরী ভাষা বদলে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার হাত ধরেই ওয়ানডেতে বড় দলের সঙ্গে টক্কর দিতে শুরু করে বাংলাদেশ। টেস্টেও আসে কিছু সাফল্য। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া এই লঙ্কান কোচ আগের চেয়েও বেশি ঝলক দেখাবেন বলে নিশ্চিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
২০১৭ সালে দায়িত্ব ছাড়ার সময়ে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হাথুরুসিংহের। তবে তামিমের সঙ্গে এই কোচের বরাবরই ভালো সম্পর্কের খবর পাওয়া যেত। সেই ধারা অব্যাহত আছে।
রোববার সংবাদ সম্মেলনে দলের ও নিজের ভাবনা জানাতে এসে কোচের প্রসঙ্গে কথা বলেন তামিম। চেনা-জেনা কোচ ফিরে আসায় মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম সুবিধা দেখছেন ওয়ানডে অধিনায়ক, 'হাথুরুসিংহে প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল, তখন ওকে বুঝতে আমাদের ৫-৬ মাস লেগে গিয়েছিল। আমাদেরকে বুঝতে ওরও ৫-৬ মাস লেগেছিল। ওই ফাঁকটা এখন নেই। আমরা জানি, উনার কাছ থেকে কী প্রত্যাশা করতে হবে। তিনিও জানেন,, আমাদের থেকে কী প্রত্যাশা করতে হবে।'
এবার দায়িত্ব নিয়েই জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে সভা করেন হাথুরুসিংহে। জানিয়ে দেন নিজের ভাবনা, পরিকল্পনা। সব দেখে বুঝে আপাতত তামিমের মনে হচ্ছে, আগের চেয়েও ভালো কিছু করবেন হাথুরুসিংহে, 'এখনই বললে হয়তো দ্রুত হয়ে যায়। তবে অন্য কোচদের মতো ওরও অনেক ভালো গুণ আছে। বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুসিংহে শেষবার যখন এসেছিল, খুব ভালো করেছিল। আমি অনেকটাই নিশ্চিত, এবার তিনি আরও ভালো করবেন।'
Comments