উত্যক্তের প্রতিবাদ করায় হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রিকালচার অনুষদের ২২ ব্যাচের এক নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসের কাছে মহাবলীপুরের তালুকদার বাড়ি মেসের সামনে এ ঘটনা ঘটে।

আজ রোববার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

ওই শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, কয়েকদিন ধরেই বাসায় ফেরার পথে ওই ব্যক্তি তাকে উত্যক্ত করছেন। কয়েকদিন আগে মোবাইল নম্বর দিতে না চাইলে তিনি মোবাইল কেড়ে নিয়ে জোর করে নম্বর রেখে দেন। তাকে পথের মাঝে আটকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় স্থানীয় আরও কয়েকজন বখাটে মিলে তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে।

গতকাল শনিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে একা পেয়ে হাতে ব্লেড দিয়ে জখম করে পালিয়ে যায় ওই বখাটে।

পরে বন্ধুদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে মেসে ফেরেন তিনি।

ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. জুয়েল আহমেদ সরকার বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান।

জানতে চাইলে সহকারী প্রক্টর দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি পুলিশ জানানো হয়েছে।'

'এ ঘটনায় জড়িতদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা যদি বহিরাগত হয়ে থাকে তবে পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে,' বলেন তিনি।

নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর পরিবার জানায়, থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

Now