বালুখালী ক্যাম্প থেকে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), মোহাম্মদ হারুন (২৮), হামিদ হোসেন (২২) ও হাফিজুল আমীন (২৫)।
র্যাব কর্মকর্তা আবু সালাম বলেন, 'গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে র্যাব ও এপিবিএনের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করে দেশিয় বন্দুক ও গুলি পাওয়া যায়।'
অভিযান চলাকালে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।
এই কর্মকর্তা আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তি দিয়েছে যে তারা আরসার সদস্য এবং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার করতে ক্যাম্পে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।'
জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ডেইলি স্টারকে বলেন, 'ওই ৬ জনকে অস্ত্র ও নাশকতা আইনে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।'
Comments