সিডনিতে আওয়ামী লীগের স্মরণসভা

সিডনিতে আওয়ামী লীগের স্মরণসভা
দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রধান অতিথি। ছবি: সংগৃহীত

একুশের ভাষা শহীদ ও সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু স্মরণে সিডনিতে স্মরণসভা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া এই স্মরণ সভার আয়োজন করে।

গতকাল মঙ্গলবার স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

তিনি তার বক্তব্যে ভাষা শহীদদের স্মরণ করে বলেন, একুশ আমাদের মুক্তিযুদ্ধের দিক নির্দেশক।

প্রয়াত প্রদ্যুৎ সিং চুন্নু সম্পর্কে তিনি বলেন, তার মতো নিবেদিত মুজিব সেনাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। দল তাকে কখনোই ভুলবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. রফিকুল ইসলাম, ড. মাসুদুল হক, মেহেদী হাসান কচি, আব্দুল খান রতন, বিলকিস জাহান, আকিদুল ইসলাম, শাহে জামান টিটু, ড. মাহবুবুল আলম, ড. মোল্লা হক, রফিকুল ইসলাম, ফয়সাল আজাদ, মোহাম্মদ আলী শিকদার, আবুল বাশার রিপন, জাকারিয়া স্বপন, আনিসুর রহমান রিতু, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।

বক্তারা প্রদ্যুৎ সিং চুন্নুর অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। তার স্মৃতিকে অম্লান করে রাখার জন্য একটি স্মৃতিফলক নির্মাণের প্রস্তাব গৃহীত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ড. সিরাজুল হক। উপস্থাপনা করেন গাউসুল আলম শাহজাদা। শোক প্রস্তাব পাঠ করেন ড. রতন কুন্ডু।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

9m ago