এবার আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক

বাংলাদেশ ব্যাংক

এবার ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আর্থিক খাতের নিয়ম-কানুন ও অন্যান্য জ্ঞান থাকা আবশ্যক।

এ অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র  অফিসার বা সমতুল্য পদের পরের সব পদে পদোন্নতির জন্য দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্সের জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাশ বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যাংকারদের সিনিয়র অফিসার ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

তবে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রতিষ্ঠানের চিকিৎসক, আইন কর্মকর্তা, প্রকৌশলী ও আইটি সংশ্লিষ্ট এবং প্রচার ও প্রকাশনা পদের কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে না।

এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

1h ago