বন্দরে জাহাজ প্রবেশে বাধা

রাশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। ছবি: ফাইল ফটো

বাংলাদেশের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।

আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একাধিক রাশিয়ান জাহাজ বন্দরে ভিড়তে দেয়নি বাংলাদেশ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বলেছে যে এই সিদ্ধান্ত 'ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে'।

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। ঢাকা মস্কোর কাছে অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম সরবরাহে যেন এমন জাহাজ ব্যবহার করা হয় যেটার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

 

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

9h ago