‘নাম পরিবর্তন করে রাশিয়ার জাহাজ পাঠানো অপ্রত্যাশিত’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা আশ্চর্যজনক যে রাশিয়া নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য মার্কিন স্যাংশন থাকা একটি জাহাজ পাঠিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা আশ্চর্যজনক যে রাশিয়া নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য মার্কিন স্যাংশন থাকা একটি জাহাজ পাঠিয়েছে।

আজ রোববার গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে। এটা আশ্চর্যজনক যে, রাশিয়া একটি জাহাজের নাম পরিবর্তন করেছে। আমরা এটা আশা করি না। আমরা আশা করি, স্যাংশন নেই এমন জাহাজ পাঠাবে রাশিয়া।

তিনি আরও বলেন, মস্কোকে স্যাংশন থাকা ৬৯টি জাহাজ বাদ দিয়ে অন্য জাহাজে উপকরণ পাঠাতে বলেছে ঢাকা। রাশিয়ার হাজারো জাহাজ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে কীভাবে আরও ভালো সমন্বয় করা যায় সে বিষয়ে মস্কোর সঙ্গে কাজ করছে ঢাকা।

রাশিয়ান পতাকাবাহী ইউআরএসএ মেজরের নাম পরিবর্তন করে স্পার্টা রাখা হয়েছিল। মার্কিন দূতাবাস আপত্তি জানিয়েছিল যে, এই জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন রয়েছে এবং বাংলাদেশে এই জাহাজ থেকে উপকরণ নামানো হলে ঢাকাকে জরিমানার মুখে পরতে হতে পারে।

এরপর জাহাজটি পণ্য খালাসের জন্য পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গেলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি ফিরিয়ে দেয়। ফলে, জাহাজটি পুনরায় রাশিয়ায় ফিরে যায়।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago