কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানী কুয়েত সিটিতে বাংলাদেশ দূতাবাসে চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
এ সময় দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
একে একে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দূতাবাসে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাস কর্মকর্তারা।
আলোচনায় বাংলাদেশ কমিউনিটির নেতারা তাদের বক্তব্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, 'বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে একদিকে চরম শোক ও বেদনার অন্যদিকে আনন্দের।'
'বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে সেই হিসেবে আমরা বাঙালি হিসেব গর্বিত জাতি,' তিনি যোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসি বিগ্রেডিয়ার জেনারেল হাসান উজ জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার।
লেখক: কুয়েতপ্রবাসী সাংবাদিক
Comments