হিলি সীমান্ত

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪ দিন পর ফেরত পেল পরিবার

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ ৪ দিন পর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। 

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ব্রজেন সিং, ভারতের হিলি থানার উপপরিদর্শক প্রিতম সিং, হিলি ইমিগ্রেশনের ওসি শ্রিপা রায়, ৬১ বিএসএফের মেজর পি পান্ডে, বাংলাদেশের হাকিমপুর থানার উপপরিদর্শক হাসিনুর রহমান, হিলি বিজিবি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার মাহাবুর রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে সাহাবুল হোসেন বাবুর মরদেহ ফেরত পেতে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাঝে সীমান্তের মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথ ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন বাবু। সে হাকিমপুর উপজেলা ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর থানার (ওসি) আবু সায়েম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, সাহাবুল হোসেন বাবুলের মরদেহ ভারতীয় পুলিশের কাছ থেকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Mawa toll plaza tragedy: Driver had no valid licence

Says Rab; driver claims the vehicle had brake issues

20m ago