এ টি এম ভাই সত্যিকারের গুণী মানুষ ছিলেন: সালাউদ্দিন লাভলু

এ টি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু,
এ টি এম শামসুজ্জামান ও সালাউদ্দিন লাভলু। ছবি: স্টার

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের প্রয়াণ দিবস আজ। ঢাকাই সিনেমায় ৫ দশকেরও বেশি সময় অভিনয় করেছিলেন তিনি। প্রয়াণ দিনে এই গুণী শিল্পীকে নিয়ে দ্য ডেইলি স্টারের কাছে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় নাট্যপরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।

সালাউদ্দিন লাভলু বলেন, 'এটিএম শামসুজ্জামান যখন নাটক থেকে দূরে ছিলেন। তখন তাকে নিয়ে আমি পরিচালনা করি দীর্ঘ ধারাবাহিক রঙের মানুষ। নাটকটি ব্যাপক আলোচিত হয়। এই নাটকে তার অভিনয় সবার ভালোবাসা ও প্রশংসা কুড়ায়। তারপর এক এক করে তাকে নিয়ে অনেকগুলো এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক পরিচালনা করি। দর্শকরা সেগুলো গ্রহণ করেছিলে। ভবের হাট, ঘর কুটুম, গরু চোর হ আরও অনেক নাটক আছে- যেগুলোর কথা এখনো দর্শকরা আলোচনা করেন। এটিএম ভাই সত্যিকারের গুণী মানুষ ছিলেন। তার গুণের শেষ নেই। অভিনেতা হিসেবে যেমন গুণী ছিলেন, সিনেমার কাহিনীকার হিসেবেও গুণী ছিলেন।'

'এ দেশের সিনেমায় তার অবদান অনেক। তার কাছ থেকে অনেককিছু শেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু শিখতে পেরেছি। কিন্তু চেষ্টা করেছি। তার বলা কথাগুলো এখনো আমার মনে গেঁথে আছে। যা সারাজীবন মনে রাখব। এটিএম ভাই আমাকে যেসব কথা বলতেন, সেসব কথা শোনার চেষ্টা করতাম। গুণী মানুষের কথা শোনার মধ্যেও আনন্দ আছে। অনেকগুলো নাটক করার পর মোল্লাবাড়ির বউ সিনেমা পরিচালনা করি। যেখানে তার অবদান অনেক। আমার জীবনে এ টি এম শামসুজ্জামান ভাইয়ের অবদান অনেক।'

'তিনি সবসময় আমাকে বলতেন, লাভলু তোমার জায়গা চলচ্চিত্র। এ কথা তার মতো করে কেউ আমাকে কখনো বলেননি। এটিএম শামসুজ্জামান, মামুনুর রশীদ, আলী যাকের- এই ৩ গুণীর সান্নিধ্য পাওয়া ১০টি উপন্যাস পড়ার সমান। আমার কাছে তাই মনে হয়েছে। এটিএম শামসুজ্জামান ছিলেন সত্যিকারের জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ একজন মানুষ। একজন শিল্পী। মানবিক মানুষ হিসেবে শিল্পের পথে হাঁটতে চাই- এই বিষয়টি এটিএম ভাই, মামুন ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করেছি। আমাকে অসম্ভব পছন্দ করতেন তিনি। তার ভালোবাসা পাওয়া অনেক বড় ব্যাপার,' বলেন তিনি।

সালাউদ্দিন লাভলু বলেন, 'তিনি একটি কথা অনেককে বলতেন, যদি পরিচালক হতে চাও লাভলুর কাছ থেকে শর্ট ডিভিশন শিখে এসো। এটা অনেকে আমাকে বলতেন। আমি অত যোগ্য নই, কিন্তু তার এই কথাটি আমাকে প্রচণ্ড আনন্দ দিত। তার প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা জানাই। যেখানে আছেন, ভালো থাকবেন এটিএম ভাই।'

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

26m ago