গ্রামীণ গল্পের নাটকই আমাকে বেশি টানে: সালাউদ্দিন  লাভলু

গ্রামীণ গল্পের নাটকই আমাকে বেশি টানে: সালাউদ্দিন  লাভলু
সালাউদ্দিন লাভলু

সালাউদ্দিন লাভলু—এ দেশের জনপ্রিয় অভিনেতা ও নাট্যপরিচালক। একটি মাত্র চলচ্চিত্র 'মোল্লাবাড়ির বউ' পরিচালনা করে আলোচিত হয়েছেন তিনি। 

এ ছাড়া দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক পরিচালনা করেছেন, যা ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে।

বর্তমান সময়ে নাটক পরিচালনায় যেমন ব্যস্ত রয়েছেন, করছেন অভিনয়ও।

সম্প্রতিকালে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক পরিচালনা শুরু করেছেন।  গাজীপুর জেলার পুবাইলে প্রথম লটের শুটিং শেষও করেছেন কয়েক দিন আগে। আগামী মাসে শুরু করবেন দ্বিতীয় লটের শুটিং।

নতুন নাটকটির নাম 'বাহানা'। এটি লিখেছেন কাজী শাহীদুল ইসলাম।

সালাউদ্দিন লাভলু আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ''বাহানা' একটি ফ্যামিলি ড্রামা। সেই সঙ্গে গ্রামীণ গল্পের নাটক। আশা করছি আড়াই শ পর্বে শেষ করতে পারব।'

তিনি বলেন, 'বাহানা নাটকে সব নতুন অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছি। কেন না, এতবড় ধারাবাহিকে তারকা অভিনেতাদের পাওয়া কঠিন। নতুন যারা কাজ করছেন তারা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমার বিশ্বাস ওরা ভালো করবে।'

তিনি আরও বলেন, 'আমি সব সময় নতুনদের নিয়ে কাজ করতে আগ্রহী। অনেক নতুনরাই আমার নাটকে অভিনয় করে পরবর্তীতে জনপ্রিয়তা পেয়েছে।'

অভিনয়ের বাইরে প্রায় ২৫ বছর ধরে নাটক পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু। তার পরিচালিত 'রঙের মানুষ' ধারাবাহিকটি তুমুল দর্শকপ্রিয় একটি নাটক। এ ছাড়া 'ভবের হাট', 'হাড়কিপটে' তার অন্যতম জনপ্রিয় ২ ধারাবাহিক।

তার পরিচালিত সব নাটকই গ্রামীণ গল্পের পটভূমিতে। এর কারণ জানতে চাইলে সালাউদ্দিন লাভলু বলেন, 'গ্রামই বাংলাদেশের সত্যিকারের সৌন্দর্য। গ্রামের মানুষ এখনো অতিথিপরায়ণ। বেশিরভাগ মানুষের পূর্বপুরুষ গ্রামে বসবাস করতেন। গ্রামে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। সে জন্য গ্রামীণ গল্পের নাটকই বেশি টানে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'শহরে বসবাস করে সব ঋতু উপভোগ করা যায় না। কিন্তু গ্রামে যারা বসবাস করেন, তারা পারেন। তা ছাড়া আমি বিশ্বাস করি, বাংলাদেশের গ্রামের কালচারই আমাদের কালচার।'

'বাহানা' নাটকটির আগে তিনি 'ষণ্ডাপাণ্ডা' নামে একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এ ছাড়া 'কাক জোছনা' নামে একটি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছেন কিছুদিন আগে।

নাটক পরিচালনা ও অভিনয় দুটোই পাশাপাশি করার বিষয়ে তিনি বলেন, 'অভিনয় আমার রক্তে মিশে আছে। প্রথমত এ দেশের মানুষ আমাকে অভিনেতা হিসেবে চেনেন, তারপর পরিচালক হিসেবে।'

দুটো কাজ একসঙ্গে করাটা কতটা কঠিন? এর জবাবে সালাউদ্দিন লাভলু বলেন, 'অভিনয় যেমন উপভোগ করি, পরিচালনাও উপভোগ করি। বড় কথা হচ্ছে দুটোই ভালোবাসি। যে কারণে কঠিন মনে হয় না।'

উল্লেখ্য, সালাউদ্দিন লাভলুর অভিনয় জীবন শুরু হয় মামুনুর রশীদের আরণ্যক নাট্যদল দিয়ে। এই দলের হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি।

 

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

1h ago