করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা, গোলাগুলি চলছে

করাচি পুলিশ প্রধানের অফিসের বাইরে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান। ছবি: রয়টার্স

পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। সেদেশের গণমাধ্যম ডন জানিয়েছে, গোলাগুলি এখনো চলছে।

আজ শুক্রবার রাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট ডিআইজিদের তাদের জোন থেকে পুলিশ সদস্যদের সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুরাদ আলি শাহ বলেছেন, 'পুলিশ প্রধানের অফিসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই অতিরিক্ত আইজি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।' 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে একটি প্রতিবেদনও চেয়েছেন মুখ্যমন্ত্রী এবং জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে, এক বিবৃতিতে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে সদর থানা পুলিশও। এসএইচও,পিআই খালিদ হুসেন মেমন জানিয়েছেন, করাচি পুলিশ অফিসের কাছে সদর থানায় হামলা চালিয়েছে অজ্ঞাতরা। সেখানে সর্বত্র গুলি চলছে।

সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন জিও নিউজকে বলেছেন, 'পুলিশ ও রেঞ্জার্সের অতিরিক্ত সেনাদল ঘটনাস্থলে পৌঁছেছে।'

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago