কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
![নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫ নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/02/18/250203525_281977917140630_5686326744972683535_n_1.jpg)
রাজধানী ঢাকার কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে, রাত ১১টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে।
Comments