বান্দরবানে ২৭ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

প্রতীকী ফাইল ছবি

বান্দরবানের পাহাড় থেকে অবৈধ ২৭টি ইটভাটা অবিলম্বে ভেঙে ফেলতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইটভাটা মালিকদের রিট আবেদন খারিজ করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন।

এর আগে ২০১৪ সালে এই ইটভাটাগুলো সরিয়ে নেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ইটভাটা স্থানান্তরের জন্য তখন দুই বছর সময় দেওয়া হয়েছিল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামের একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুরোনো আদেশ প্রত্যাহার করে ইটভাটাগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ২০১৪ সালে রিট আবেদনে মালিক পক্ষ তাদের ইটভাটা সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল।

এইচআরপিবির আইনজীবী মনজিল মুরশিদ বলেন, তাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০১৪ সালে হাইকোর্ট ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ধারা ৮(৪) এর অধীনে ইটভাটাগুলিকে স্থানান্তর করার জন্য মালিকদের দুই বছরের সময় দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও তারা তা পালন করেনি।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago