মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত, প্রজ্ঞাপন জারি

মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার নির্বাচন কমিশনের আদেশে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা-১৯৯১ এর বিধি ১২ এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মো. সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 ‌
আজ বিকেলে তিনি ফোন করে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago