মঙ্গলবার থেকে আদালতে ফিরবেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

সোমবার ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আগামীকাল মঙ্গলবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ছাড়া সবকয়টি আদালতে বিচারকাজে অংশ নেবেন।

আজ সোমবার কর্মবিরতি অব্যাহত রেখে বিশেষ সাধারণ সভায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। 

বিশেষ সাধারণ সভা শেষে সমিতির সভাপতি মো. তানবীর ভূঁঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বিশেষ সাধারণ সভায় আগামীকাল মঙ্গলবার থেকে জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগারসহ সবকয়টি আদালতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে যে বিচারককে নিয়ে অপ্রীতিকর ঘটনার শুরু, ওই বিচারকের (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।' 

এই আইনজীবী নেতা বলেন, 'আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানার্থে এবং জেলার বিচার প্রার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আইনমন্ত্রী দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন।'

এর আগে, গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

বৈঠক থেকে আইনজীবীরা অচিরেই আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেবেন বলে জানান আইনমন্ত্রী।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

54m ago