ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Joypurhat Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
  
তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।

ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক রেজাইল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সকাল সোয়া ১১টার দিকে মালিগারি এলাকায় ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অন্য ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। একজনকে হলেন সিএনজি চালক আমজাদ হোসেন ও  আরেকজন শাহীনূর। নিহত শাহীনূর সিএনজির যাত্রী ছিলেন।'  

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago