ভাগাড়ে খাবার আর জীবিকার খোঁজ
জীবনানন্দ দাশের 'পাখিরা' শিরোনামের কবিতার একটি পংক্তি এ রকম- 'কোথাও জীবন আছে—জীবনের স্বাদ রহিয়াছে,'।
বর্জ্যের ভাগাড়ে ভিড় করা সফেদ বকগুলো ঠিক জীবনের খোঁজে এখানে এসেছে কি না, তা জানা যায় না। তবে বেঁচে থাকার খাবার খোঁজাই যে এদের উদ্দিষ্ট, তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়।
বিপরীতে ভাগাড়ের মানুষগুলো এখানে ঠিক উচ্ছিষ্টের খোঁজে আসেননি। এসেছেন জীবিকার খোঁজে। ভাগাড় থেকে খুঁজে নেওয়া বাতিল জিনিস বাজারে বিক্রি করেই তাদের পেট চলে। স্বাস্থ্যঝুঁকি ও তীব্র দুর্গন্ধ উপেক্ষা করে সারাদিন খাটুনির পর মেলে ৩৫০-৪০০ টাকার মতো।
এভাবে জীবন-ই ভাগাড়ে মানুষ আর পাখিদের দাঁড় করিয়েছে একই সমতলে।
সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
Comments